Header Ads Widget

Responsive Advertisement

হান্ডিয়ালে বালুবোঝাই ট্রাক চাপায় শিশুর মৃত্যু

রিপোর্টার : সোহানুর রহমান সজীব প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ পাবনার চাটমোহরে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় উর্মি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) সকাল পৌনে ৯ টায় সদর উপজেলার হাঁসুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মি খাতুন উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাঁসুপুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের মেয়ে। মেয়েটি হান্ডিয়াল আইডিয়াল কিন্ডারগার্ডেন স্কুলের প্লে শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মেয়েটি প্রাইভেট পড়ার জন্য হান্ডিয়াল বাজারে আসার পথে বাড়ির পাশেই আবু সাঈদের দোকানের সামনে বালুবোঝাই ট্রাকটি উল্টে মেয়েটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়। বালুবোঝাই ট্রাকটি সিরাজগঞ্জ থেকে ইউনিয়নের হাঁসুপুর গ্রামে রাস্তার কাজে বালু নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে

Post a Comment

0 Comments