ব্রিজ ভেঙে দিয়ে খেরসন শহর থেকে হঠে গেল রুশ সৈন্যরা

 

ব্রিজ ভেঙে দিয়ে খেরসন শহর থেকে হঠে গেল রুশ সৈন্যরা

আন্তনিভস্কি ব্রিজ নামে সেতুটি উড়িয়ে দেয়া হয়েছে।

ছবির উৎস,REUTERS

ছবির ক্যাপশান,

আন্তনিভস্কি ব্রিজ নামে সেতুটি উড়িয়ে দেয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকে রুশ সৈন্যদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

মস্কোতে এক বিবৃতিতে বলা হয়, তাদের সকল সৈন্যকে দনিপ্রো নদীর পূর্ব তীরে সরিয়ে নেয়া হয়েছে, এবং কোন অস্ত্র বা সামরিক সরঞ্জাম পেছনে ফেলে আসা হয়নি।

ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এই খেরসন শহরটিই ছিল একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়া দখল করে নিয়েছিল।

নিউজ সংগ্রহঃ বিবিসি নিউজ বাংলা 

Post a Comment

0 Comments