প্রকাশিত তারিখ: ২ মে,২০২৩ ইং
নিজস্ব রিপোর্টার: সোহানুর রহমান সজীব
পাবনায় একটি মানসিক হাসপাতাল আছে, এই তথ্যটি ছাড়া
আপনারা আর কি জানেন ? যদি বলা হয়, পাবনা কিসের
জন্য বিখ্যাত ? হয়তো বলবেন, পাগলের বসবাস ।
ইত্যাদি বলে হেসেই উড়িয়ে দিবেন ।
আপনি এই মূহুর্তে ভাষার যে রীতিতে পোস্টটি
পড়ছেন, যে রীতিতে আপনি সচরাচর কথা বলে
থাকেন, সেটির
প্রবর্তকের নাম হয়তো এতক্ষণে আপনার মাথায়
এসে গেছে । জেনে রাখুন, তার পৈতৃক নিবাস
পাবনার
চাটমোহরে ।
পাবনাতে জন্ম নিয়ে যারা মহৎ ও বিখ্যাত হয়েছেনঃ
> মেজর জেনারেল জ়ে. এন. চৌধুরী । ( সাবেক
ভারতীয় সেনাপ্রধান )
> স্বাধীন দেশের প্রথম এয়ার চীফ - এ. কে.
খন্দকার ।
> ক্যাপ্টেন এম. মুনসুর আলী ।
> স্যামসন এইচ চৌধুরী । ( স্কয়ার গ্রুপের
প্রতিষ্ঠাতা )
> বিদেশের মাটিতে আমাদের দেশের
হয়ে প্রথম পতাকা উত্তোলনকারী বীর
মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী ।
> চলচিত্র পরিচালক আজাদি হাসানত ফিরোজ ।
> অভিনেতা মাসুম অাজিজ ।
> সাবেক বিমান বাহিনী প্রধান ফকরুল আজম ।
> সঙ্গীতশিল্পী তপন মাহমুদ, বাপ্পী লাহিড়ী, ডলি
সায়ন্ত্বনী, বাদশা বুলবুল, খ্যাতিমান উপস্থাপক ফজলে
লোহানী ।
উপমহাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা সেন, টিভি
ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরি, বৃন্দাবন দাস, বাপ্পা মজুমদার,
চাটমোহরের গর্ব মেজর জেনারেল
ফসিউর রহমান, অধ্যক্ষ মোজাম্মেল হক
সমাজী সাহেব সহ আরও অনেকে ।
আইনস্টাইনের তত্ত্বের সত্যতা গবেষণায় গঠিত
গবেষক দলের অন্যতম ছিলেন পাবনার সেলিম
শাহরিয়ার । শ্যামলী পরিবহনের মালিক গনেশ চন্দ্র
ঘোষ আজ গোটা দেশের পরিবহন খাতের এক
দিকপাল হিসেবে
প্রতিষ্ঠিত । উনার জন্মও কিন্তুু এই পাবনায় ।
কবি প্রসন্নময়ী দেবী ১৮৫৭ খ্রিস্টাব্দে পাবনা
জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে
জন্মগ্রহণ করেন । বাংলা গদ্যরীতির সার্থক রূপকার
প্রমথ চৌধুরী ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেন যার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার চাটমোহর
উপজেলার হরিপুর গ্রামে।
কবি প্রিয়ম্বদা দেবী ১৮৭১ সালে পাবনা জেলার
চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে জন্মগ্রহণ
করেন । কবি বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৭
জানুয়ারি পাবনার রাধানগর মহল্লায় জন্মগ্রহণ করেন ।
> গীতিকার ও সঙ্গীতশিল্পী গৌরীপ্রসন্ন
মজুমদার ১৯২৫ সালে পাবনা জেলার ফরিদপুর
উপজেলার গোপালনগর গ্রামে জন্ম গ্রহণ করেন
।
> ড. আবু হেনা মোস্তফা কামাল ১৯৩৬ সালের ৩
ডিসেম্বর পাবনার গোবিন্দা মহল্লায় জন্মগ্রহণ
করেন ।
> গীতিকার, সাহিত্যিক ও বাংলাদেশ বেতারের সাবেক
পরিচালক ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা
জেলার বেড়া উপজেলার বনগ্রাম গ্রামে
জন্মগ্রহণ করেন ।
> বাংলার সিংহ পুরুষ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম
বকুল তিনিও এই পাবনাতেই জন্মেছিলেন ।
পাবনার বিখ্যাত খাবারঃ ঘি ।
বিখ্যাত পোশাকঃ লুঙ্গি ও গেঞ্জি ।
শিক্ষা জগতে পাবনাঃ
> পাবনা মেডিকেল কলেজ ।
> পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
> পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ।
> পাবনা জিলা স্কুল ।
> পাবনা ক্যাডেট কলেজ ।
> পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট ।
> সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ।
> সরকারী শহীদ বুলবুল কলেজ ।
> সরকারী মহিলা কলেজ ।
> ঈশ্বরদী সরকারী কলেজ ।
> চাটমোহর সরকারী কলেজ ।
> পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ।
> নগরবাড়ী মেরিন একাডেমী । ( নির্মাণাধীন )
ঔষধ শিল্পঃ
> বাংলাদেশের সর্ববৃহৎ ঔষধ প্রস্তুতকারী
প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।
> প্রথম ফার্মসিউটিক্যাল এডরুখ বাংলাদেশ, পাবনাতেই
অবস্থিত ।
পাবনা জেলার স্থাপত্য ও দর্শনীয় স্থানঃ
> হার্ডিঞ্জ ব্রিজ(ঈশ্বরদী)--- ( পদ্মা নদী)
> লালন শাহ সেতু(ঈশ্বরদী) ।
> জোড় বাংলা মন্দির ।
> বনমালী ইনস্টিটিউট।
> শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ ।
( আশ্রম-মন্দির )
> শীতলাই জমিদার বাড়ি । ( সমাজ, চাটমোহর )
> রাজা বনওমালীর বাড়ি। ( ফরিদপুর )
> সমাজ শাহী মসজিদ ও মাজার শরিফ ।
> বড়াল ব্রিজ ।
> চলন বিল । ( বাংলাদেশের সবচেয়ে বড় বিল )
> গজনার বিল ।
> হাটগ্রাম সোনালী সৈকত ।
> নগরবাড়ী পোর্ট । ( নির্মাণাধীন )
> নগরবাড়ী ঘাট সংলগ্ন যমুনা নদী এবং আপনি যেটা
জেনে লাফালাফি করে থাকেন, সেটা । ( পাবনা
মানসিক হাসপাতাল )
পাবনা সম্পর্কে আরও কিছু তথ্য জেনে রাখুন যা
আপনার চাকুরী / বিসিএস পরীক্ষায় আসতে পারে -
i) বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন পাবনার
ঈশ্বরদীতে ।
ii) দেশের একমাত্র পারমানবিক বিদুৎ কেন্দ্র পাবনার ঈশ্বরদীতে
(রূপপুরে) ।
iii) দেশের সর্ববৃহৎ এবং সম্ভবত একমাত্র ইক্ষু
গবেষণা ইনস্টিটিউট আমাদেরই পাবনাতে
( ঈশ্বরদীতে )।
iv) পাবনায় একটি চিনিকল আছে, যেটা ঈশ্বরদীতে(দাশুড়িয়াতে)
অবস্থিত ।
v) পাবনাতে(ঈশ্বরদীতে) একটি পেপার মিলও রয়েছে ।
vi) পাবনা জর্জকোট ।
vii) পাবনা(ঈশ্বরদী) EPZ ।
viii) ঈশ্বরদী বিমান বন্দর ।
ix) ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা।
মনে রাখবেন, পাবনা মানসিক হাসপাতাল দেশের এবং
দক্ষিণ এশিয়ার একমাত্র পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা
কেন্দ্র, যেখানে পাবনার মানুষের অতিথিপরায়নতায় ও
ভালবাসায় প্রতি বছর অনেক মানসিক রোগী স্বাভাবিক
জীবনে জীবন ফিরে পায় ।
সবাইকের একটা অনুরোধ রাখছি, যদি কখনও
পাবনাতে আসেন, তাহলে একবার মানসিক হাসপাতালে
একটু ঘুরে আসবেন । তাহলেই বুঝতে পারবেন,
একজন মানসিক রোগী এবং একজন স্বাভাবিক
মানুষের পার্থক্য । বুঝতে পারবেন, পরম করুণাময় সৃষ্টিকর্তা
আপনাকে কতটা সুখে রেখেছেন। ঐ সকল
মানসিক রোগীদের জন্যে আল্লাহ'র কাছে
দোয়া না করে থাকতে পারবেন না । যদি আপনার
মধ্যে মনুষ্যত্ব
বলে কিছু থেকে থাকে ।
বাসায় যাবার সময় মনে করে পরিবারের জন্য রসমালাই
ও ঘি নিয়ে যাবেন ।
শেষ করবো আরও চমক লাগানো তথ্য দিয়ে ।
সোনালী আঁশ পাটের কথা তো সবারই জানা,
সেটার বেপারে না হয় নাই বললাম ।
আপনি হয়তো পেঁয়াজি পছন্দ করেন, কিন্তু জানেন
না দেশের কোথায় সবচেয়ে বেশি পেঁয়াজ
উৎপন্ন হয়ে থাকে ? ছাড়ুন, কোন ব্যাপার না ।
আমি বলে দেই, পাবনার সুজানগরে ।
এর পরেও যারা ' পাবনা ' বলতে পাগল, বা গারদ-খানা
বুঝেন, তাদের জন্যে দুঃখ যে, পাবনাতে এত উচু
মানের মানসিক হাসপাতাল থাকা স্বত্বেও উনি কেন
চিকিৎসা নিচ্ছেন না ?
0 Comments