চাটমোহরে অগ্নিকান্ডে ৪ টি দোকান ভস্মিভূত

রিপোটারের নাম : সোহানুর রহমান সজীব প্রকাশের সময় : মঙ্গলবার , ২৫ এপ্রিল, ২০২৩ চাটমোহরে অগ্নিকান্ডে ৪ টি দোকান ভস্মিভূত
(পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পূর্ব বাজারে আগুন লেগে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২২লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ এবং চাটমোহর থেকে ফায়ার সার্ভিসের দল এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাবু ডেকোরেশন , নুর লন্ড্রি, এবং দুটি দর্জির দোকান আগুনে পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে পুড়ে যাওয়া বাবু ডেকোরেশনের মালিক শামীম হোসেন বাবু বলেন, কীভাবে আগুন লেগেছে, তা বুঝতে পারছেন না। তার ধারনা পাশের লন্ড্রির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে তাঁর দোকানের প্রায় ১৭/১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। স্থানীয় লোকজন জানান, নুরুল ইসলামের লন্ড্রি দোকান, শফিকুল ও আব্বাসের দর্জির দোকান মিলে প্রায় চার পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

Post a Comment

0 Comments