Header Ads Widget

Responsive Advertisement

ফাইনাল মানেই যেনো ডি মারিয়ার গোল

ফাইনাল মানেই যেনো ডি মারিয়ার গোল December 18, 2022(sohanur Rahman) খেলার বয়স মাত্র ৩৪ মিনিট। তবে লুসাইলে এখনো উৎসব শুরু এখনই। দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা। শুরুটা হয়েছিল মেসির পেনাল্টি গোলে এরপরে ৩৪ মিনিটে দারুণ এক গোলে আর্জেন্টিনাকে দুই গোলে এগিয়ে নেন ডি মারিয়া। অলিম্পিক ফাইনাল থেকে শুরু করে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ডি মারিয়া যেনো ফাইনালে গোল পাবেনই। লুসাইলেও হলো তাই। ফ্রান্সের সাথে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।

Post a Comment

0 Comments