Header Ads Widget

Responsive Advertisement

প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা

প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা December 18, 2022 (sohanur Rahman) লুসাইলে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর ফ্রান্সের ম্যাচ। শুরু থেকেই মেসিদের দাপট। রেকর্ড গোলে দলকে ২৩ মিনিটে এগিয়ে নেনে আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২০ গোলে সম্পৃক্ত রইলেন লিওনেল মেসি। মেসিরা যেনো এই ফাইনালে নিজেদের নিজেরাই ছাড়িয়ে যেতে চাইলেন। ইনজুরিতে এর আগে ফাইনাল খেলা না হলেও এবার খেললেন ডি মারিয়া। পেলেন গোলও। ৩৪ মিনিটেই দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে মেসি, মারিয়ার গোলে দুই গোলে এগিয়ে ১৯৭৮ আর ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ীরা।

Post a Comment

0 Comments