Header Ads Widget

Responsive Advertisement

পূজা চেরীর সিনেমায় প্লেব্যাক করলেন পাবনার ছেলে রবিউল শুভ

দেশের সনামধন্য ও সর্বাধিক জনপ্রিয় টিভি চ্যানেল, আরটিভি আয়োজিত 'বাংলার গায়েন' প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পরিচিত লাভ করেন পাবনার ঈশ্বরদীর ছেলে রবিউল শুভ। ২০২০ সালে সেই প্রতিযোগিতার মাধ্যমে ও পাশাপাশি দারুন গায়োকি দিয়ে সংগীত প্রেমীদের মনে জায়গা করে নেন এই গায়ক, তার গাওয়া আরো বেশ কিছু গান রয়েছে যার মদ্ধে কলিজা ভুনা অন্যতম। ইতিমধ্যে গানটি প্রায় ৮০ লক্ষ মানুষের ভালোবাসা পেয়ে প্রশংসা কুরাচ্ছে, এবার প্লেব্যাকে অভিষেক হলো শুভ'র। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি অভিনীত 'নাকফুল' সিনেমার একটি গানে কন্ঠ দিয়েছেন শুভ, গানটির কথা লিখেছেন ফেরারি ফরহাদ, সুর করেছেন এস টি এল শামীম, এবং মিউজিক কম্পোজিশন করেছেন আনিক আল নোমান, সিনেমাটি প্রযোজনা করছেন সৈয়দ আশিকুর রহমান সিইও আরটিভি। By sohanur Rahman শুভ'র সাথে প্রথম বাবের মত কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পূজা। শুভ বলেন প্রথমবার প্লেব্যাকে সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত আমি, কারন আরটিভি আমার নিজের ঘড়, আর নিজের ঘড়ের কাজ এভাবে অপ্রত্যাশিত ভাবে পেয়ে যাবো ভাবিনি, এত অল্প সময়ের মধ্যে সিনেমায় গান করার সুযোগ পাবো ভাবিনি, শুভ আরও বলেন সামনে আরও ভাল কিছু যেন করতে পারি এই দোয়া চাই সবার কাছে।

Post a Comment

0 Comments