দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কাউটের সাবেক সিনিয়র রোভার দ্বীনি আর্জুম (২৭) মারা গেছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, একই দিনে দুপুর ১২টায় জেলার বিরল উপজেলার শংকরপুর এলাকায় ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। দ্বীনি আর্জুম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়নী গ্রামের মঞ্জুরুল ইসলামের মেয়ে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক সিনিয়র রোভার মেট।
বাংলাদেশ স্কাউটের নির্বাহী সদস্য লোকমান হাকিম জানান, দ্বীনি বিরল উপজেলায় আরডিআরএসে কর্মরত ছিলেন। সেদিন দুপুরে তিনি তার স্কুটি নিয়ে অফিসের কাজে বের হন। শংকরপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্বীনির উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালের মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
By sohanur Rahman
সংগৃহীহঃ ছবি
0 Comments