ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যায় জড়িত সব আসামীকে মুক্তি দিলো আদালত

 

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যায় জড়িত সব আসামীকে মুক্তি দিলো আদালত

রাজীব গান্ধী হত্যা মামলার সব আসামীকে মুক্তি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,

রাজীব গান্ধী হত্যা মামলার সব আসামীকে মুক্তি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট


NPS News 

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার ছয় আসামীকে শুক্রবার মুক্তি দিয়েছে সেদেশের সর্বোচ্চ আদালত। ১৯৯১ সালের ২১ মে তামিলনাডুর শ্রীপেরুমবুদুরে এল টি টিই-র সদস্য এক নারী আত্মঘাতী বোমা হামলায় নিহত হন মি. গান্ধী।

একটি নির্বাচনী জনসভায় রাজীব গান্ধীকে মালা দিয়ে সম্বর্ধনার ছলে নিজের গায়ে আঁটা বোমার ট্রিগার টেনেছিলেন এলটিটিই সদস্য সেই নারী হামলাকারী মিজ ধানু।

মি. গান্ধী ও মিজ ধানু সহ ১৬ জন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন ৪৫ জন।

Post a Comment

0 Comments